contact@onlineshopdeveloper.com
+8801787296943
Logo white
  • Home
  • About Us
  • Our Service
  • FAQ
  • Portfolio
  • Contact Us
Logo white
  • Home
  • About Us
  • Our Service
  • FAQ
  • Portfolio
  • Contact Us
  • Home
  • About Us
  • Our Service
  • FAQ
  • Portfolio
  • Contact Us
Logo white
  • Home
  • About Us
  • Our Service
  • FAQ
  • Portfolio
  • Contact Us

Social Media

Category: Social Media

NEWSSocial Media

ফেসবুকের নাম ‘বদনবই’!

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ফেসবুকে বাংলা একাডেমির নাম ও মনোগ্রাম ব্যবহার করে একটি পেজ থেকে ফেসবুকের বাংলা হিসেবে ‘বদনবই’ ব্যবহার করা হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সকাল থেকে বিষয়টি ছিল ‘টক অব দ্য টাউন’।

তবে বাংলা একাডেমির পক্ষ থেকে দুপুরে বলা হয়, বাংলা একাডেমির মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি অসাধু গোষ্ঠী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। বাংলা একাডেমি এই চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে এটি (www.facebook.com/banglaacademy.gov.bd) বাংলা একাডেমির একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ লিংক বলেও জানানো হয়।

এ বিষয়ে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তা কবি পিয়াস মজিদ বলেন, ফেসবুক ‘বদনবই’ এ ধরনের কোনো শব্দের বঙ্গানুবাদ করেনি বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আমাদের কাছে অনেকেই (সাংবাদিক) বিষয়টি জানতে চেয়েছে, তাই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Read More
developer March 3, 2020 0 Comments
NEWSSocial Media

ফেসবুক অ্যাপে এলো ক্রিয়েটর স্টুডিও

নিজস্ব প্রতিবেদক
ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। এখন থেকে ডেস্কটপ বা ল্যাপটপের পাশাপাশি মোবাইল থেকে ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করা যাবে। ফলে স্মার্টফোন থেকেই ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

অন্যদিকে ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে মার্ক জুকারবার্গের এই প্রতিষ্ঠান। এই জন্য ফেসবুক ওয়েবসাইট ও অ্যাপে একের পর এক নতুন ফিচার আসছে।

জানুয়ারিতে ফেসবুক অ্যানড্রয়েড অ্যাপে ডার্ক মোড যোগ হয়েছে। এর আগে হোয়াটসঅ্যাপ, ইন্সস্টাগ্রাম ও মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড পৌঁছেছে।

বিশ্বের ২৫০ কোটি মানুষ প্রতি মাসে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। এর মধ্যে ২৭.৫ কোটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ফেসবুক।

ফেসবুক বলছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আমাদের নিয়মিত মাসিক ব্যবহারকারী সংখ্যা ছিল ২৫০ কোটি। যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের থেকে ৮ শতাংশ বেশি। ২০১৯ সালে ভারত, ইন্দোনেশিয়ায় ও ফিলিপিন্সের ব্যবহারকারীরা কোম্পানির বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছেন।

২০১৯ সালের চতুর্থ ত্রৈমাসিকে মোট ব্যবহারকারীর ১১ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট ছিল। ফিলিপিন্স, ভিয়েতনামের মতো দেশে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটা বেশি।

Read More
developer March 3, 2020 0 Comments
NEWSSocial Media

নতুন নকশায় ফেসবুক মেসেঞ্জার

নিজস্ব প্রতিবেদক
মেসেঞ্জারকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নকশায় মেসেঞ্জার থেকে ডিসকাভার ট্যাগটিকে বাদ দেওয়া হচ্ছে। এ ট্যাব থেকে বিভিন্ন চ্যাটবটকে মেসেঞ্জারে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছিল ফেসবুক। গত বছরের আগস্ট মাসে ফেসবুক তাদের মেসেঞ্জারে এ পরিবর্তন আনার কথা বলেছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মেসেঞ্জারে পরিবর্তনের বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে।

২০১৮ সালে ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। মেসেঞ্জার অ্যাপটিকে আরও সহজ ও জঞ্জালমুক্ত করতে ‘ডু এভরিথিং’ ডিজাইনের দর্শন যুক্ত করা হয়। এ নকশার পেছনে ছিলেন ওই বিভাগের প্রধান ডেভিড মার্কাস। তিনি এখন ফেসবুকের ব্লকচেইন বিভাগের প্রধান। এ বিভাগ ফেসবুকের ভার্চ্যুয়াল মুদ্রা লিবরা নিয়ে কাজ করছে।

বর্তমানে ফেসবুকের মেসেঞ্জার বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চেডনোভস্কির অধীনে মেসেঞ্জারকে আবার এর মূল কাজের ধারায় ফিরিয়ে আনা হচ্ছে। এখন থেকে মেসেঞ্জারে সব ব্যবসাকেন্দ্রিক উপাদান সরিয়ে ফেলা হবে। যেসব উপাদান বা উপকরণগুলো ব্যবহারকারী পছন্দ করছেন না বা যে সেবাগুলো মানুষ ব্যবহার করেন না, সেগুলো আর মেসেঞ্জারে থাকবে না। এতে কেবল টেক্সট গ্রাহকদের জন্য সেবাকেন্দ্র হিসেবে মেসেঞ্জারকে তুলে ধরা হবে।

নতুন নকশায় ফেসবুকে তাদের মেসেঞ্জারে ‘পিপল’ নামের একটি বিভাগকে সামনে আনবে যাতে নতুন ফেসবুক স্টোরিগুলো বড় আকারের চারকোনা বাক্সে দেখানো হবে। এ ছাড়া সবচেয়ে বেশি যোগাযোগ করা কন্টাক্টগুলোর তালিকা বা যারা অনলাইনে আছে, তাদের তালিকা আরও ভালোভাবে দেখার সুযোগ করে দেবে।

ফেসবুকে কর্তৃপক্ষ বলছে, নতুন নকশা আরও বেশি পরিষ্কার ও সহজে চালানো যায়—এমনভাবে করা হচ্ছে। ব্যবহারকারীর আকর্ষণ কাড়ার মতো অপ্রয়োজনীয় ফিচার দিয়ে মেসেঞ্জার ভরিয়ে রাখা হবে না। তথ্যসূত্র: দ্য ভার্জ

Read More
developer March 3, 2020 0 Comments
NEWSSocial Media

VRডেভেলপার প্রতিষ্ঠান কিনল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক
গত বছরের সবচেয়ে জনপ্রিয় ভিআর (ভার্চুয়াল রিয়ালিটি) গেমস ‘‘আসগার্ড’স র্যাথ” নির্মাতা সানজারু গেমসকে অধিগ্রহণ করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। সম্প্রতি ভিআর ডেভেলপার প্রতিষ্ঠানটি ক্রয়ের কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তবে এ অধিগ্রহণে কী পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

এক বিবৃতিতে সানজারু গেমস জানিয়েছে, স্বাধীনভাবে পরিচালিত স্টুডিও হিসেবে ফেসবুকের অকুলাস টিমে যুক্ত হতে পেরে তারা খুবই আনন্দিত ও শিহরিত। দুটি প্রতিষ্ঠান একত্রে দারুণ সব ভিআর কনটেন্ট তৈরি করতে সক্ষম হবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ফেসবুকের প্রতিক্রিয়ায় জানানো হয়, সানজারুর বেশির ভাগ কর্মী অকুলাস স্টুডিওতে যোগদান করবে। এর আগেও গত বছর নভেম্বরে আরেকটি ভিআর গেম নির্মাতা প্রতিষ্ঠান বিট গেমস অধিগ্রহণ করেছিল ফেসবুক। পরে বিট সাবের নামে একটি ভিআর গেমসও বানিয়েছিল প্রতিষ্ঠানটি।

Read More
developer March 3, 2020 0 Comments
Recent Posts
  • ফেসবুকের নাম ‘বদনবই’!
  • ফেসবুক অ্যাপে এলো ক্রিয়েটর স্টুডিও
  • নতুন নকশায় ফেসবুক মেসেঞ্জার
  • VRডেভেলপার প্রতিষ্ঠান কিনল ফেসবুক
Recent Comments
    Archives
    • March 2020
    Categories
    • NEWS
    • Social Media
    Meta
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org
    Categories
    • NEWS 4
    • Social Media 4
    Recent Posts
    No posts were found for display
    Gallery


    Logo white

    Every small business should be on Facebook. From its powerful ads options to Facebook, it has many tools small businesses can and should use. A solid Facebook presence helps you engage potential customers and grow your business.
    Services
    Full Setup Facebook Page 
    Facebook Shop Setup
    Marketing & Branding
    Advertising
    Media Promotion
    Reporting & Analysis
    Contacts
    Adress: Niketan, House 58/3, Block-B, Gulshan-1, Dhaka-1212
    Email: contact@onlineshopdeveloper.com
    Phone: +8801787296943
    Ph: +8801787296943
    Newsletter

    Terms of use | Privacy Environmental Policy

    Privacy & Policy | FAQ | Portfolio | Our Team

    Developed By Shahadat